বর্তমান ক্রিকেটে আউট কত প্রকার এবংআরো কিছু গুতুত্বপূর্ণ লেখা এখন লেখক ডট মি এর ক্রিকেট খেলা ক্যাটাগরিতে দেখতে পাবেন তামিম ইকবাল খান- বিশ্বকাপে বাংলাদেশের ভরসার নাম - ecricbd

Saturday, June 1, 2019

তামিম ইকবাল খান- বিশ্বকাপে বাংলাদেশের ভরসার নাম






তামিম ইকবাল এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ওপেনার। খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বামহাতি এই ব্যাটসম্যানের সেঞ্চুরি দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তার খেলা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।

পিতাঃ ইকবাল খান
মাতাঃ নুসরাত ইকবাল

পরিসংখ্যানে তামিম

ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডে ম্যাচে তামিমের অর্জনগুলিতে চলুন চোখ বুলিয়ে নেয়া যাক-
  • বয়স: ৩০ বছর
  • ব্যাটিং এর ধরণ: বামহাতি
  • জন্ম: চট্টগ্রাম(বাংলাদেশ)
  • যেসব দলে খেলেছেন: এশিয়া একাদশ, বাংলাদেশ জাতীয় দল, নটিংহ্যামশায়ার, চিটাগং কিংস, পুনে ওয়ারিয়র্স ইত্যাদি
  • ১৯৩ ম্যাচের ১৯১ ম্যাচ ব্যাটিং করে তিনি ৬৬৩৬ রান সংগ্রহ করেছেন
  • ব্যাটিং গড়: ৩৬.২৬
  • স্ট্রাইক রেট: ৭৮.১২
  • সর্বোচ্চ সংগ্রহ: ১৫৪
  • সেঞ্চুরি : ১১ টি
  • হাফ সেঞ্চুরি : ৪৬ টি

তামিম ইকবালের স্ট্রাইক রেট খুব বেশী না হলেও তিনি মারকুটে ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। নিজের দিনে তিনি বিশ্বের যেকোন বোলিং লাইনআপকে গুড়িয়ে দিতে পারেন। জয়সুরিয়া বা, শেহওয়াগের মত তার দলও সবসময় তার মারকুটে ব্যাটিং এর সুফল পেতে চায়।
আমরা বাংলাদেশীরা বিশ্বাস করি: তামিম ভালো খেললে সে আমাদের কলিজা, আর খারাপ খেললে আকরাম খানের ভাতিজা
পাঠকদের প্রশ্নঃ
  • তামিম ইকবালের স্ত্রীর নাম কি?
উত্তরঃ তাঁর স্ত্রীর নাম আয়েশা সিদ্দিকা, ছেলের নাম আরহান ইকবাল খান।
  • বিপিএল এ তামিমের রেকর্ড কি?
উত্তরঃ বিগত মৌসুমে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে খেলেছিলেন। ফাইনাল ম্যাচে ৬১ বলে তাঁর ঝড়ো ১৪১ রানের ইনিংসে ভর করে তাঁর দল চ্যাম্পিয়ন হয়।
  • আইপিএলে তামিম কতগুলো ম্যাচ খেলেছে?
উত্তরঃ ২০১২ এবং ২০১৩ সালে পুনে ওয়ারিওর্সে তিনি একজন তালিকাভূক্ত ক্রিকেটার ছিলেন। দুঃখজনকভাবে তাকে একটি ম্যাচেও খেলার সুযোগ দেয়া হয় নি।
শেষ কথাটায় দ্বিমত করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। আমি মনে করি তামিম ৬০+ রান করলে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা বাংলাদেশ সহজেই জিতে যাবে- শুভকামনা বাংলাদেশের জন্য।

No comments:

Post a Comment