বর্তমান ক্রিকেটে আউট কত প্রকার এবংআরো কিছু গুতুত্বপূর্ণ লেখা এখন লেখক ডট মি এর ক্রিকেট খেলা ক্যাটাগরিতে দেখতে পাবেন সৌম্য সরকার- একজন সম্ভাবনাময় বাংলাদেশী ক্রিকেটার - ecricbd

Tuesday, April 23, 2019

সৌম্য সরকার- একজন সম্ভাবনাময় বাংলাদেশী ক্রিকেটার

সৌম্য সরকার ই গত ১০ বছরে একমাত্র ওপেনার যার স্ট্রাইক রেট তামিম ইকবালের চেয়ে বেশী ছিলো। ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, এনামুল হক, লিটন দাস সহ আরো কয়েকজন ওপেনার হিসেবে খেলেছেন। কিন্তু কেউই দলে স্থায়ী জায়গা করে নিতে পারেননি, ব্যতিক্রম ছিলেন তামিম ইকবাল। আজকে আমরা শুধু সরকার সাহেবকে নিয়ে কিছু বলব, উনিও একই দলের সদস্য।

জন্ম তারিখঃ ২৫ ফেব্রুয়ারি ১৯৯৩

বয়সঃ ২৬ বছর

ধর্মঃ হিন্দু

জেলাঃ সাতক্ষীরা

জাতীয়তাঃ বাংলাদেশী

সৌম্য সরকারের সেঞ্চুরিঃ সম্প্রতি নিউজিল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে সৌম্য একটি সেঞ্চুরি করেছিলেন যা সত্যিই ছিল অনবদ্য। সেই সেঞ্চুরিটি দেখে নিন-

 

বিপিএল এর দলঃ রাজশাহী কিংস

কি করেছেন অতীতে

সবাই এটা জানতে চায়, চাওয়াটাও স্বাভাবিক। চলুন দেখে নেয়া যাক ওয়ানডেতে তার অতীত পারফরম্যান্স কেমন ছিলো। ৪১ টি ওয়ানডে খেলে ৪০ টি তে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ৩ বার ছিলেন অপরাজিত। ৩৪.৪ এভারেজ এবং ৯৮.৬ স্ট্রাইক রেট। অনেকের কাছেই এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, মনে হচ্ছে সে তো প্রায়ই খারাপ খেলে।

কিছু খেলোয়াড় মাত্রা ছাড়া ভালো খেলে প্রত্যাশাটাকে আকাশে তুলে দিয়েছেন। এখন যখন সেটা পূরণ করতে পারছেন না, আমরা তাকে খারাপ খেলোয়াড় বলছি। এরকম আরেকজন হচ্ছেন- মুমিনুল, আশরাফুলও একসময় এই দলে ছিলেন

লিটনকে নিয়ে আমাদের যে শংকা- সে ঘরের বাঘ আর, আন্তর্জাতিক ম্যাচে বিড়াল। এখানে সৌম্য ব্যতিক্রম, আন্তর্জাতিক ম্যাচেই তার পারফরম্যান্স তুলনামূলক ভালো। সাকিবেরও কিন্তু তাই, আর ভালো করার অনেক সময় আছে।

বাংলাদেশ দলের সবচেয়ে বড় আশার জায়গা- এবার সবচেয়ে অভিজ্ঞ দল যাচ্ছে, এর আগে অভিজ্ঞতাহীনতার প্রভাব আমরা বিশ্বকাপে দেখেছি

আরো পড়ুন- তামিম ইকবাল, ইমরুল কায়েস

এই ছেলেটার বয়স মাত্র ২৬, এখনো সুযোগ আছে অনেক ভালো করার- সম্ভাবনাও আছে। আপনারা সমালোচনা বাদ দিয়ে সমর্থন দিন, ভালো খেলবে। বাংলাদেশ দলের পাইপলাইন দুর্বল বলা হতো এতদিন, এখন মনে হয় আগের চেয়ে বেশ কিছুটা সবল। ভালো কিছু আশা আপনাদের মত আমিও করছি…

No comments:

Post a Comment