বর্তমান ক্রিকেটে আউট কত প্রকার এবংআরো কিছু গুতুত্বপূর্ণ লেখা এখন লেখক ডট মি এর ক্রিকেট খেলা ক্যাটাগরিতে দেখতে পাবেন আমার চোখে বিপিএল ২০১৯ এর সেরা একাদশ - ecricbd

Tuesday, April 23, 2019

আমার চোখে বিপিএল ২০১৯ এর সেরা একাদশ

আমার একাদশ নিয়ে কিছু বলার আগে প্রথমেই তামিম ইকবাল এবং রনি তালুকদারকে ধন্যবাদ দিতে চাই বিপিএলের ফাইনালে চাপের মুখে অসাধারণ দুটি ইনিংস খেলার জন্য। তামিমের অপরাজিত ১৪১, আসলেই অতুলনীয়। ২০ ওভারের ক্রিকেটে ১০০ করাটাই অনেক কঠিন, সেখানে ১৪১ অপরাজিত- ভাবা যায়।

বিপিএল ২০১৯ এর সেরা একাদশ

একটি কথা বিবেচনায় রেখে আমি এই একাদশটি তৈরি করেছি। বিষয়টি হচ্ছে, ৭ জন দেশী এবং ৪ জন বিদেশী খেলোয়াড়ের সমন্বয়ে একাদশ গঠন করা হবে। ব্যাটিং এ সর্বোচ্চ রান সংগ্রাহক পাঁচজন হচ্ছে- রাইলি রুশো> তামিম ইকবাম>মুশফিকুর রহিম>নিকোলাস পুরান> লরি ইভান্স। ব্যটিং এভারেজের দিক দিয়ে এবি ডি ভিলিয়ার্স এবং রবি ফ্রাইলিংক সেরা পাঁচে আছে।

তাই ব্যাটসম্যান থাকবে- তামিম ইকবাল, রনি তালুকদার(৬ নম্বর রান সংগ্রাহক), রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মুশফিকুর রহিম(উইকেট কিপার)- ৫ জন

বোলিং এ সেরা পাচজন হচ্ছে- সাকিব আল হাসান>তাসকিন আহমেদ>মাশরাফি বিন মর্তুজা>রুবেল হোসেন>মুহাম্মদ সাইফুদ্দিন

তিনজন অলরাউন্ডার নেবো- তারা হবে রবি ফ্রাইলিংক(কম ম্যাচে ভালো পারফরম্যান্স), সাকিব আল হাসান(ম্যান অফ দ্যা টুর্নামেন্ট), সুনীল নারাইন

এবং ৩ জন থাকবে বোলার- তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক- অভিজ্ঞতা এবং দক্ষতা), রুবেল হোসেন

 

যদি তালিকা আকারে সাজাই তাহলে

  1. তামিম ইকবাল
  2. রনি তালুকদার
  3. রাইলি রুশো
  4. এবি ডি ভিলিয়ার্স(বিকল্প উইকেট কিপার)
  5. মুশফিকুর রহিম(উইকেট কিপার)
  6. সুনীল নারাইন
  7. সাকিব আল হাসান
  8. রবি ফ্রাইলিংক
  9. তাসকিন আহমেদ
  10. মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)
  11. রুবেল হোসেন

এই হচ্ছে আমার সেরা একাদশ। আপনার সেরা একাদশে কারা আছে- নিচে কমেন্টে জানিয়ে দিন।

No comments:

Post a Comment