বর্তমান ক্রিকেটে আউট কত প্রকার এবংআরো কিছু গুতুত্বপূর্ণ লেখা এখন লেখক ডট মি এর ক্রিকেট খেলা ক্যাটাগরিতে দেখতে পাবেন ক্রিকেট বলের ওজন কত? - ecricbd

Thursday, April 9, 2020

ক্রিকেট বলের ওজন কত?


ক্রিকেট বলের ওজন কত বলার আগে আরেকটি তথ্য দেই- ক্রিকেট বল কাঠ দিয়ে তৈরি হয় না। এটি তৈরি হয় চামড়া, কর্ক আর সুতো দিয়ে। ভেতরে থাকে কর্ক, এরপর সুতো প্যাচানো আর তার উপরে চামড়ার আবরণ। ছেলেদের আর মেয়েদের খেলার বলও কিন্তু একরকম না। ওজনে পার্থক্য আছে।

ছেলেরা যে বল দিয়ে খেলে তার ওজন ১৫৫.৯ থেকে ১৬৩ গ্রাম। আর মেয়েরা যে বল দিয়ে খেলে তার ওজন ১৪০ থেকে ১৫১ গ্রাম। ১৩ বছরের কম বয়সী বাচ্চাদের বলের ওজন ১৩৩ থেকে ১৪৪ গ্রাম। 

ওয়ানডে এবং টি-টুয়েন্টির আন্তর্জাতিক ম্যাচগুলোতে বল তৈরি করে অস্ট্রেলিয়ার কোম্পানি কোকাবুরা(বেশীরভাগ টেস্ট ম্যাচের বলও ওদের তৈরি)। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে ডিউক বল ব্যবহার করা হয়। ভারতে যে টেস্ট খেলাগুলো হয় সেগুলোর জন্য এস জি বল ব্যবহার করা হয়।

দেখুন-
  1. টি টুয়েন্টি ক্রিকেট খেলার নিয়ম 
  2. বাংলাদেশের খেলা লাইভ

No comments:

Post a Comment