বর্তমান ক্রিকেটে আউট কত প্রকার এবংআরো কিছু গুতুত্বপূর্ণ লেখা এখন লেখক ডট মি এর ক্রিকেট খেলা ক্যাটাগরিতে দেখতে পাবেন গাজী টিভিতে লাইভ বাংলাদেশের খেলা দেখুন - ecricbd

Tuesday, May 7, 2019

গাজী টিভিতে লাইভ বাংলাদেশের খেলা দেখুন


গাজী টিভির অফিসিয়াল চ্যানেল থেকে আমরা সরাসরি সবগুলো ম্যাচ লাইভ দেখানোর চেষ্টা করবো।
এখন চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের খেলা। আমরা জিটিভির সৌজন্যে এই পেজে আপনাদের লাইভ খেলা দেখাচ্ছি-

লাইভ দেখার জন্য নিচের এপগুলোর যেকোন একটি ডাউনলোড করুন-
সাথেই থাকুন, আপডেট পাবেন। আমরা চেষ্টা করি যাতে উপরের ভিডিওতে খেলা দেখা যায়। কখনো কখনো সেটি সম্ভব না হলে নিচের তিনটি এপের যেকোনটি ব্যবহার করে আপনারা দেখতে পারবেন। নতুন খবর হচ্ছে- বাংলাদেশ দলে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডোমিঙ্গো। এখন দেখার বিষয় তার কোচিং এ দল কেমন খেলে। ১৯৯৯ সালের বিশ্বকাপ ছিল বাংলাদেশের জন্য প্রথম, এর আগে বাংলাদেশ কোন বিশ্বকাপ খেলে নি। ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ ক্রমাগত উন্নতি চোখে পড়েছে।
বর্তমান কোচিং স্টাফ-
  1. প্রধান কোচ- রাসেল ডোমিঙ্গো
  2. ব্যাটিং কোচ- নিল ম্যাকেঞ্জি
  3. ফাস্ট বোলিং কোচ- চার্ল ল্যাঙ্গেভ্যাল্ট
  4. স্পিন বোলিং কোচ- ড্যানিয়েল ভেট্টরি
  5. ফিল্ডিং কোচ- রায়ান কুক
এছাড়া ফিজিও থেরাপিস্ট, দক্ষতা বিশ্লেষক, মনোবিদ, ম্যানেজার ইত্যাদি দলের সাথে রয়েছে।
দলের আলোচিত খেলোয়াড়েরা হচ্ছেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান। এছাড়া অন্যরাও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া ইমরুল কায়েস এবং নতুন হিসেবে সুযোগ পাওয়া আবু জায়েদ চৌধুরী রাহী আলোচনায় ছিলেন।

No comments:

Post a Comment